WB Group C Recruitment 2022: রাজ্যে একাধিক শূন্যপদে গ্রুপ C পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থীর আবেদন করতে পারবেন।অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়ায় শুরু হয়ে গিয়েছে।আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
- নোটিশ নম্বরঃ-DH&FWS/JGM/2022/1192
- নোটিশ প্রকাশের তারিখঃ- 28.06.2022
নিয়োগের তথ্য (Post Details)?
- (1) পদের নামঃ- ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (Clinical Psychologist)।
- মোট শূন্যপদঃ- 02 টি।
- বেতনঃ- এই পদের জন্য প্রতিমাসে 30,000 টাকা বেতন দেওয়া হবে।
- বয়সসীমাঃ- এই পদের জন্য প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ-
যেবকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজি বা অ্যাপ্লাইড সাইকোলজিতে পোস্ট গ্রেজুয়েশন করে থাকতে হবে।
- (2) পদের নামঃ- নিউট্রিশনিস্ট ( Nutritionist)
- মোট শূন্যপদঃ- 01 টি।
- বেতনঃ-এই পদের জন্য প্রতিমাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে।
- বয়সসীমাঃ- প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ-
এই পদের জন্য প্রার্থীকে ফুড এন্ড নিউট্রেশনে B.sc বা M.Sc করা থাকতে হবে। এছাড়াও বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
- (3) পদের নামঃ- ডিস্ট্রিক্ট ম্যানেজার(District Manager)।
- মোট শূন্যপদঃ- 01 টি।
- বেতনঃ-এই পদের জন্য প্রতিমাসে 40,000 টাকা বেতন দেওয়া হবে।
- বয়সসীমাঃ- প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ-
এই পদের জন্য প্রার্থীকে MBBS/ডেন্টাল/ আয়ুস/নার্সিং এ গ্রাজুয়েশন করা থাকতে হবে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- (4) পদের নামঃ- কো-অর্ডিনেটর (Co Ordinators)।
- মোট শূন্যপদঃ- 01 টি।
- বেতনঃ-এই পদের জন্য প্রতিমাসে 32,000 টাকা বেতন দেওয়া হবে।
- বয়সসীমাঃ- প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ-
এই পদের জন্য প্রার্থীকে Inter CA/ Inter IWC A/M.Com বা MBA করা থাকতে হবে সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। এছাড়াও 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- (5) পদের নামঃ- ব্লক এপিডেমায়োলজিস্ট (Block Epidemiologist)।
- মোট শূন্যপদঃ- 01 টি।
- বেতনঃ- এই পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।
- বয়সসীমাঃ-প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ-
এই পদের জন্য প্রার্থীকে Life Science বা Epidemiology তে Ph.D/M.Phil করা থাকতে হবে সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। এছাড়াও পাবলিক হেলথ এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- (6) পদের নামঃ-ব্লক পাবলিক হেলথ ম্যানেজার (Block Public Health Manager)।
- মোট শূন্যপদঃ- 01 টি।
- বেতনঃ- এই পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।
- বয়সসীমাঃ-প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ-
এই পদের জন্য প্রার্থীকে Life Science তে B.Sc করা থাকতে হবে সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। এছাড়াও পাবলিক হেলথ্ এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- (7) পদের নামঃ- ল্যাব টেকনিশিয়ান (Lab Technician)।
- মোট শূন্যপদঃ-02 টি।
- বেতনঃ- ল্যাব টেকনিশিয়ান পদের জন্য প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে।
- বয়সসীমাঃ- প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ-
যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MLT বা DLT তে ডিপ্লোমা করা থাকতে হবে।
- (৪) পদের নামঃ- মেডিকেল অফিসার (Medical Officer)।
- মোট শূন্যপদঃ- 04 টি।
- বেতনঃ- এই পদের জন্য প্রতিমাসে 60,000 টাকা বেতন দেওয়া হবে।
- বয়সসীমাঃ- প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ-
যে কোনো MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এক বছরের ইন্টানশিপ সহ MBBS করা থাকতে হবে।
- (9) পদের নামঃ- স্টাফ নার্স (Staff Nurse)।
- মোট শূন্যপদঃ- 04 টি।
- বেতনঃ- এই পদের জন্য প্রতিমাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে।
- বয়সসীমাঃ- প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ-
যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রার্থীকে GNM নার্সিং বা B.Sc নার্সিং করে থাকতে হবে এবং আঞ্চলিক ভাষায় দক্ষ থাকতে হবে।
- (10) পদের নামঃ-ব্লক ডাটা ম্যানেজার (Block Data Manager)।
- মোট শূন্যপদঃ- 01 টি।
- বেতনঃ- ব্লক ডাটা ম্যানেজার পদের জন্য প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে।
- বয়সসীমাঃ- প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতেবহবে।
শিক্ষাগত যোগ্যতাঃ-
যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা বা গ্রেজুয়েশন করা থাকতে হবে এছাড়া কমপক্ষে 3-5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতিঃ- উপরিউক্ত পদগুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে(WB Group C Recruitment 2022)।নির্দিষ্ট লিংক থেকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।প্রথমেই নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।এরপর নির্ভুলভাবে আবেদন পত্র পূরণ করতে হবে।পরে প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করতে হবে।অবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ- উপরিউক্ত পদগুলির জন্য জেনারেল প্রার্থীদের আবেদন ফি হিসেবে 100 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য 50 টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ-
- 1. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- 2. বয়সের প্রমাণপত্র।
- 3. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- 4. কাস্ট সার্টিফিকেট।
- 5. অভিজ্ঞতার প্রমাণপত্র।
আবেদনের তারিখঃ- উক্ত পদগুলিতে আবেদন শুরু 29.06.2022 তারিখ থেকে এবং আবেদন শেষ 13.07.2022 তারিখে।
নিয়োগ পদ্ধতিঃ- উক্ত পদগুলির জন্য প্রথমে লিখিত পরীক্ষা (WB Group C Recruitment 2022) হবে।তারপর কম্পিউটার টেস্ট।এরপর একাডেমিক স্কোর।অবশেষে ইন্টারভিউ হবে।
- অফিসিয়াল ওয়েবসাইটঃ Click Here
- অফিসিয়াল নোটিশঃ Download
- আবেদন করার লিংকঃ Apply Now